শুক্রবার, ৩ মার্চ, ২০১৭

এই বাংলাদেশ প্রতিদিন পত্রিকাকে না বলুন

বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা হয়তো অনেক সময় তুচ্ছ ঘটনায় ভাংচুর করে। কিন্তু এইসব প্রতিক্রিয়া কখনও জঙ্গীবাদের লেবেল পায় নাই। গতকালের বসুন্ধরার ঘটনাটা নিয়ে প্রথম আলো, এনটিভি, মানবকণ্ঠ সহ অনেক মিডিয়া নিরপেক্ষ সংবাদ প্রচার করেছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা হয়তো অনেক সময় তুচ্ছ ঘটনায় ভাংচুর করে। কিন্তু এইসব প্রতিক্রিয়া কখনও জঙ্গীবাদের লেবেল পায় নাই। গতকালের বসুন্ধরার ঘটনাটা নিয়ে প্রথম আলো, এনটিভি, মানবকণ্ঠ সহ অনেক মিডিয়া নিরপেক্ষ সংবাদ প্রচার করেছে। হলুদ-সাংবাদিকতা করেছে কালেরকণ্ঠ এবং নিউজ টুয়েন্টি ফোর। কালেরকণ্ঠের কথা জানি না, কিন্তু 'নিউজ....' বসুন্ধরা গ্রুপের চ্যানেল। ফলত তারা পক্ষপাতিত্ব করেছে। ছাত্রদের প্রতিক্রিয়াকে তারা বলেছে 'ভয়াবহ জঙ্গী তাণ্ডবের অপচেষ্টা'। সাধারণ ছাত্রদের লাঠি দিয়ে ভাংচুর ভয়াবহ জঙ্গী তাণ্ডব কীভাবে হয় জানা নেই। কালেরকণ্ঠ দাড়ি,টুপি, পাঞ্জাবির কথাও তুলে ধরেছে। এইবার জঙ্গীবাদ না হয়ে যায় কই.

এই বাংলাদেশ প্রতিদিন পত্রিকাকে না বলুন। এর মালিক নারীলোভী নইম নিজাম।যে তসলিমা নাসরিন বাংলাদেশ থেকে বিতাড়িত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন