রবিবার, ৫ মার্চ, ২০১৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫০ তম সমাবর্তনে মহামান্য রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য ডঃ আব্দুল হামিদের কিছু মজার উক্তি ---

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫০ তম সমাবর্তনে মহামান্য রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য ডঃ আব্দুল হামিদের কিছু মজার উক্তি ---

১. প্রেমপত্র লিখাও একটা সাহিত্য যেটা বিলুপ্তপ্রায়, এখনতো শুধু মেসেজেই প্রেম চলে..

২. ঢাকা বিশ্ববিদ্যালয়ে না পরলেও সব গুলো হলে থেকেছি,রোকেয়া হল বাদে

৩. রোকেয়া হলের আশেপাশে অনেক ঘোরাঘুরি করতাম

৪. বক্তৃতা দেবার সময় দর্শকদের মুখ দেখতে হয়,যে তারা বক্তব্য গ্রহন করছে কিনা,কিন্তু এখানে আমি কারো মুখই দেখতে পাচ্ছি না।

৫. আমার মেট্রিকে ছিল থার্ড ডিভিশন, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া দূরের কথা ফরমই কিনতে পারি নাই। ভাগ্যের কি লীলা খেলা,আমি আজকে ঢাকা ইউনিভার্সিটির চ্যান্সেলর .

৬. এক সময় গাউন পড়া ছেলেমেয়েদের দেখলে হিংসা হত। এখন গাউন পরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যাই, সিনথেটিকের এই কাপড়ে গরম লাগে। বাতাস ঢুকে না। মাননীয় ভিসি কে অনুরোধ করছি সমাবর্তন যেন শীতকালে করা হয় 😂😂

৭. বি.এ পরীক্ষায় পাশ করতে পারছিলাম না। আত্মীয় স্বজন টিটকারি মারতেছিল। তখন আমি এক জনসভায় ঘোষনা দিলাম আইয়ুব খান,মোনায়েম খান পদত্যাগ করার আগ পর্যন্ত আমি বি.এ পাশ করবো না!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন