শনিবার, ৪ মার্চ, ২০১৭

শুনতে কি পাওনা তুমি মাঝরাতে কল্পনার চিৎকার.

ব্যস্ততার বেড়াজালে জরিয়ে রেখে নিজেকে
অন্ধকার চার দেওয়ালে বন্ধি করে স্বাধীনতাকে.
আর কত এভাবে ধর্ষীত বোনের কান্না শুনে
কাপুরুষের মুখোস পড়ে, ভীরের মাঝে লুকিয়ে থেকে.
শুনতে কি চাওনা তুমি ভেসে যাওয়া মানুষের হাহাকার
শুনতে কি পাওনা তুমি মাঝরাতে কল্পনার চিৎকার....
বাষ্পীত পাহাড়,ডুবে যাওয়া শহর,চারিদিকে শুধু হায়নার দল,
চেনা শহর চেনা পথ কেন তবু হারিয়ে যাবার ভয়....
খুজে নাও তবে স্বধীন দেশের স্বধীনতাকে ...
ভেঙ্গে ফেলো তবে কালো দেওয়ালটাকে...
বরণ করে ভীরের মৃত্যুকে, বেচেঁ থাকার এই সংগ্রামে
দেখা হবে যুদ্ধের ময়দানে, স্বাধীনতার আহবানে...
লিখেছেনঃ
মং চি নু

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন