রবিবার, ৫ মার্চ, ২০১৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫০ তম সমাবর্তনে মহামান্য রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য ডঃ আব্দুল হামিদের কিছু মজার উক্তি ---

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫০ তম সমাবর্তনে মহামান্য রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য ডঃ আব্দুল হামিদের কিছু মজার উক্তি ---

১. প্রেমপত্র লিখাও একটা সাহিত্য যেটা বিলুপ্তপ্রায়, এখনতো শুধু মেসেজেই প্রেম চলে..

২. ঢাকা বিশ্ববিদ্যালয়ে না পরলেও সব গুলো হলে থেকেছি,রোকেয়া হল বাদে

৩. রোকেয়া হলের আশেপাশে অনেক ঘোরাঘুরি করতাম

৪. বক্তৃতা দেবার সময় দর্শকদের মুখ দেখতে হয়,যে তারা বক্তব্য গ্রহন করছে কিনা,কিন্তু এখানে আমি কারো মুখই দেখতে পাচ্ছি না।

৫. আমার মেট্রিকে ছিল থার্ড ডিভিশন, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া দূরের কথা ফরমই কিনতে পারি নাই। ভাগ্যের কি লীলা খেলা,আমি আজকে ঢাকা ইউনিভার্সিটির চ্যান্সেলর .

৬. এক সময় গাউন পড়া ছেলেমেয়েদের দেখলে হিংসা হত। এখন গাউন পরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যাই, সিনথেটিকের এই কাপড়ে গরম লাগে। বাতাস ঢুকে না। মাননীয় ভিসি কে অনুরোধ করছি সমাবর্তন যেন শীতকালে করা হয় 😂😂

৭. বি.এ পরীক্ষায় পাশ করতে পারছিলাম না। আত্মীয় স্বজন টিটকারি মারতেছিল। তখন আমি এক জনসভায় ঘোষনা দিলাম আইয়ুব খান,মোনায়েম খান পদত্যাগ করার আগ পর্যন্ত আমি বি.এ পাশ করবো না!

শনিবার, ৪ মার্চ, ২০১৭

শুনতে কি পাওনা তুমি মাঝরাতে কল্পনার চিৎকার.

ব্যস্ততার বেড়াজালে জরিয়ে রেখে নিজেকে
অন্ধকার চার দেওয়ালে বন্ধি করে স্বাধীনতাকে.
আর কত এভাবে ধর্ষীত বোনের কান্না শুনে
কাপুরুষের মুখোস পড়ে, ভীরের মাঝে লুকিয়ে থেকে.
শুনতে কি চাওনা তুমি ভেসে যাওয়া মানুষের হাহাকার
শুনতে কি পাওনা তুমি মাঝরাতে কল্পনার চিৎকার....
বাষ্পীত পাহাড়,ডুবে যাওয়া শহর,চারিদিকে শুধু হায়নার দল,
চেনা শহর চেনা পথ কেন তবু হারিয়ে যাবার ভয়....
খুজে নাও তবে স্বধীন দেশের স্বধীনতাকে ...
ভেঙ্গে ফেলো তবে কালো দেওয়ালটাকে...
বরণ করে ভীরের মৃত্যুকে, বেচেঁ থাকার এই সংগ্রামে
দেখা হবে যুদ্ধের ময়দানে, স্বাধীনতার আহবানে...
লিখেছেনঃ
মং চি নু

বাংগালি ছেলের সাথে পাহাড়ি মেয়েদের সম্‌পর্ক হয় কেন?

শুক্রবার, ৩ মার্চ, ২০১৭

এই বাংলাদেশ প্রতিদিন পত্রিকাকে না বলুন

বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা হয়তো অনেক সময় তুচ্ছ ঘটনায় ভাংচুর করে। কিন্তু এইসব প্রতিক্রিয়া কখনও জঙ্গীবাদের লেবেল পায় নাই। গতকালের বসুন্ধরার ঘটনাটা নিয়ে প্রথম আলো, এনটিভি, মানবকণ্ঠ সহ অনেক মিডিয়া নিরপেক্ষ সংবাদ প্রচার করেছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা হয়তো অনেক সময় তুচ্ছ ঘটনায় ভাংচুর করে। কিন্তু এইসব প্রতিক্রিয়া কখনও জঙ্গীবাদের লেবেল পায় নাই। গতকালের বসুন্ধরার ঘটনাটা নিয়ে প্রথম আলো, এনটিভি, মানবকণ্ঠ সহ অনেক মিডিয়া নিরপেক্ষ সংবাদ প্রচার করেছে। হলুদ-সাংবাদিকতা করেছে কালেরকণ্ঠ এবং নিউজ টুয়েন্টি ফোর। কালেরকণ্ঠের কথা জানি না, কিন্তু 'নিউজ....' বসুন্ধরা গ্রুপের চ্যানেল। ফলত তারা পক্ষপাতিত্ব করেছে। ছাত্রদের প্রতিক্রিয়াকে তারা বলেছে 'ভয়াবহ জঙ্গী তাণ্ডবের অপচেষ্টা'। সাধারণ ছাত্রদের লাঠি দিয়ে ভাংচুর ভয়াবহ জঙ্গী তাণ্ডব কীভাবে হয় জানা নেই। কালেরকণ্ঠ দাড়ি,টুপি, পাঞ্জাবির কথাও তুলে ধরেছে। এইবার জঙ্গীবাদ না হয়ে যায় কই.

এই বাংলাদেশ প্রতিদিন পত্রিকাকে না বলুন। এর মালিক নারীলোভী নইম নিজাম।যে তসলিমা নাসরিন বাংলাদেশ থেকে বিতাড়িত

Linkin Park bisser sobceye besi concert tader.

চার তরুণীর হাতে যৌন নির্যাতনের শিকার যুবক

চার তরুণীর হাতে যৌন নির্যাতনের শিকার হয়েছেন এক যুবক। আফ্রিকার দেশ জিম্বাবুয়ের লুপেন এলাকায় এ ঘটনা ঘটেছে।
ব্রিটিশ পত্রিকা দ্য সানের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৭ ফেব্রুয়ারি ওই যুবককে চার তরুণী অপহরণ করে যৌন নির্যাতনের পর তাঁকে জঙ্গলের মধ্যে ফেলে রেখে যায়।
নাম প্রকাশ না করার শর্তে নির্যাতনের শিকার ওই যুবক বলেন, তিনি একটি গাড়িতে লিফট নিয়েছিলেন। গাড়িটিতে দক্ষিণ আফ্রিকার নম্বরপ্লেট ছিল। ওই গাড়িতে একজন চালক ও চার তরুণী ছিলেন। হঠাৎ এক জায়গায় চালক গাড়ি থামালে ওই তরুণীরা তাঁর চোখ-হাত ও পা বেঁধে ফেলেন। এরপর তাঁকে জোর করে পানীয়র সঙ্গে চেতনানাশক পান করালে তিনি অচেতন হয়ে পড়েন। তাঁর সন্দেহ, অচেতন হয়ে পড়লে ওই তরুণীরা যৌন নির্যাতন করে তাঁর বীর্য সংগ্রহ করে। পরে তাঁকে নগ্ন অবস্থায় জঙ্গলে ফেলে পালিয়ে যায়। পরে তিনি থানায় গিয়ে বিষয়টি জানিয়ে মামলা করেন।
প্রতিবেদনে বলা হয়, যৌন নির্যাতনের শিকার ওই ব্যক্তিকে লুপেনের সেন্ট লিউকস হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় পুলিশ পরিদর্শক এগলন এনকালা বলেন, পুলিশ ওই চার তরুণীকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার, ২ মার্চ, ২০১৭

Asse Paharider biju,boisu,sangray.tai pahari upottokay deka jasse april er ful. P.C: Sourav das



গাইবান্ধার সাবেক এসপিকে খাগড়াছড়িতে না পাঠানোর অনুরোধ

গাইবান্ধার সাবেক পুলিশ সুপার মো. আশরাফুল ইসলামকে খাগড়াছড়িতে আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক হিসেবে পাঠানোর সরকারি সিদ্ধান্ত বাতিলের অনুরোধ করেছে আন্তর্জাতিক পার্বত্য চট্টগ্রাম কমিশন (সিএইচটি)। পার্বত্য চট্টগ্রামের মানবাধিকার নিয়ে কাজ করা সংগঠনটি গতকাল সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে এ অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে। 
চিঠিতে বলা হয়, ২০১৬ সালের ৬ নভেম্বর দায়িত্বে অবহেলা এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতালপল্লিতে অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশের সম্পৃক্ততা প্রমাণিত হওয়ায় এই এসপিকে গাইবান্ধা থেকে প্রত্যাহারের জন্য উচ্চ আদালত নির্দেশ দিয়েছেন। 
এসপিকে খাগড়াছড়িতে বদলির সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করে কমিশন বলে, পার্বত্য চট্টগ্রাম একটি বিশেষ অঞ্চল। সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখার জন্য অপরিহার্য হচ্ছে সব ধর্মীয় ও সাংস্কৃতিক সম্প্রদায়ের সমান অধিকারের প্রতি শ্রদ্ধাশীল দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা দরকার; যাঁরা সেখানকার বহু জাতি ও সংস্কৃতির মানুষের মধ্যে আস্থা তৈরি করতে পারবেন। কিন্তু যাঁর বিরুদ্ধে সাঁওতাল জাতিগোষ্ঠীর পল্লিতে অগ্নিসংযোগে সম্পৃক্ততার অভিযোগ উচ্চ আদালতে প্রমাণিত হয়েছে, তাঁকে পার্বত্য এলাকায় পাঠালে তিনি কতটা সংবেদনশীল আচরণ করবেন, তাতে সন্দেহ রয়েছে। এ সিদ্ধান্তের কারণে গাইবান্ধায় সংঘটিত অনায্যতা ও সহিংসতা পার্বত্য চট্টগ্রামে স্থানান্তরিত হওয়ার ঝুঁকি রয়েছে। 
কমিশনের চিঠিতে স্বাক্ষর করেন সংগঠনটির দুই কো-চেয়ারপারসন সুলতানা কামাল ও এলসা স্টামাতোপৌলে। বিজ্ঞপ্তি

মৃতদেহকে শ্মশান ঘাটে পুরিয়ে বা মাটিচাপা দিয়ে মৃত দেহকে নষ্ট করবে না।

এমন একদিন নিশ্চয় আসবে যখন সংখ্যাগরিষ্ঠ মানুষ জীবন-মৃত্যুকে ব্যাখা করার জন্য আত্বার দারস্হ হবে না।আত্বার পরলৌকিক শান্তির জন্য শ্রাদ্ধ শান্তিতে মিলাদ-মাহফিল বা চল্লিশায় অর্থ ব্যয় করবে না,মৃতদেহকে শ্মশান ঘাটে পুরিয়ে বা মাটিচাপা দিয়ে মৃত দেহকে নষ্ট করবে না। বড়ং,কর্নিয়া,হৃদপিন্ড,ফুসফুস,যকৃত,অগ্ন্যাশয়,প্রভৃতি অঙ্গ-প্রত্যঙ্গগুলো যেগুলো মানুষের কাজে লাগে,সেগুলো মানবসেবায় দান করে দেবে।